ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় বজ্রপাতে নারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২১, ২০২২
শৈলকুপায় বজ্রপাতে নারীর মৃত্যু 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মাঠে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে রুপসি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন তাঁর স্বামী গোলাম নবী (৫০)।

শনিবার (২১ মে) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি ওই উপজেলার কুলচারা গ্রামের গোলাম নবীর স্ত্রী।

স্থানীরয়া জানায়, সকালে গ্রামের মাঠে নিজ ক্ষেতে বেগুন তুলতে যায় তারা। সেসময় ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতও হয়। এতে স্বামী ও স্ত্রী দুজনই গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপসি বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী গোলাম নবী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপরদিকে, বজ্রপাতে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে আশরাফুল ইসলামের এক জোড়া মহিষের মৃত্যু হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।