ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক মিনিটের ঝড়ে ভাঙলো বৈদ্যুতিক খুঁটি ও গাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ২১, ২০২২
এক মিনিটের ঝড়ে ভাঙলো বৈদ্যুতিক খুঁটি ও গাছ

খাগড়াছড়ি: মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়। তাতেই খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়ল।

এতে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ।  

শনিবার (২১ মে) সকাল পৌনে ৮টার দিকে খাগড়াছড়ির উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।  

ঝড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা আঞ্চলিক সড়কের আলুটিলা ও গুইমারা এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের টিটিসি খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  
 
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যদের চেষ্টায় এক ঘণ্টা পর সড়ক যোগাযোগ সচল হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।

বাংলাদেশ সময়ঃ ১৫৪২ ঘণ্টা, মে ২১, ২০২২
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।