ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ মিনিটের ঘূর্ণিঝড়ে বিনষ্ট সহস্রাধিক গাছ-অর্ধশত ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২১, ২০২২
৫ মিনিটের ঘূর্ণিঝড়ে বিনষ্ট সহস্রাধিক গাছ-অর্ধশত ঘর

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে মাত্র পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা, ভেঙেছে অর্ধশত কাঁচা ঘর।

শনিবার (২১ মে) সকাল ৮টার দিকে শুরু হয়ে ঘূর্ণিঝড়টি প্রায় ৫-৬ মিনিট স্থায়ী হয়।

এ ঝড়ের তাণ্ডবে উপজেলার রুহিতলা বুনিয়া, শাঁখারীকাঠী, চিথলিয়া, ছোট বুইচাকাঠী, কাঁঠালিয়া, দীর্ঘাসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত কাঁচা ঘর ভেঙে গেছে। কোথাও কোথাও উড়ে গেছে ঘরের চালার টিন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে ও খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদার জানান, ঝড়ে তার বাড়িতে একটি চাম্বল গাছ উপড়ে পড়ে বসতঘর ভেঙে গেছে। এখন তার থাকার কোনো উপায় নেই।

উপজেলার চিথলিয়া গ্রামের এবাদুল হাওলাদার জানান, গাছ পড়ে তার বসতঘর ভেঙে গেছে।

উপজেলার শাঁখারীকাঠী গ্রামের মিজান মল্লিক জানান, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া, কলা, পেঁপে, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস সূত্র।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছ উপড়ে রাস্তায় পড়ে আছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন জানান, ঝড়ে ক্ষতির পুরো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ৩০-৪০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। আর সহস্রাধিক গাছ উপড়ে পড়াসহ অর্ধশত কাঁচা ও আধা-পাকা ঘর ভেঙে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ আল সাদীদ বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য এখানও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২১, ২০২২
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।