ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ২১, ২০২২
বগুড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়া: বগুড়ার ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে আব্দুল হালিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঘূর্ণিঝড়ে একটি বড় গাছ আব্দুল হালিমের ঘরের ওপর পড়ে।

সকালে ওই গাছের ডাল কাটতে গিয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে ও ডাল চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান হালিম।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউপি সদস্য আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আহতাবস্থায় হালিমকে হাসপাতালে নেওয়া হয়। দুপুরে তিনি মারা যান।

পরে তাঁর পরিবারের সদস্যরা মরদেহটি বাড়িতে নিয়ে যান বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।