ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২১, ২০২২
দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু ফাইল ফটো

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুর ২টায় উপজেলার ৭ নম্বর আউলিয়া পুকুর ইউনিয়নের আতারবাজার (কাকপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত আলতাফ হোসেন একই এলাকার খলিল উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন প্রতিদিনের মত শনিবার সকালে নিজের গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশের জমিতে বেঁধে দিয়ে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।