ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্ব মেট্রোলজি দিবসে বরিশালে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২১, ২০২২
বিশ্ব মেট্রোলজি দিবসে বরিশালে আলোচনা সভা

বরিশাল: বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ‘ডিজিটাল যুগে পরিমাপ' স্লোগানে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় বরিশালের জেলা প্রশাসন ও বিএসটিআই-এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রমুখ।

সভায় বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই কয়েকটি আইন ও বিধিমালার মাধ্যমে দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএসটিআই কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১৬০০ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।