ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাঁজাসহ নারী মাদকবিক্রেতাকে পুলিশে দিলেন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২১, ২০২২
গাঁজাসহ নারী মাদকবিক্রেতাকে পুলিশে দিলেন চেয়ারম্যান প্রতীকী ছবি।

সাভার (ঢাকা): সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে জোবেদা বেগম (৪৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন চেয়ারম্যান ফখরুল আলম সমর।

শনিবার (২১ মে) বিকেলে তেঁতুলঝোড়া কলেজের উত্তর পাশে একটি ঝুপড়ি ঘর থেকে তাকে আটক করা হয়।

আটক জোবেদা একই এলাকার আতাউর রহমানের স্ত্রী।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, এলাকায় একজন নারী মাদকবিক্রেতা গাঁজা বিক্রি করছেন বলে খবর পাই। শনিবার তার বাড়িতে গেলে হাতেনাতে ধরে পড়েন তিনি। খবরটি পুলিশকে জানালে তারা এসে তাকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাসেল মোল্লা বাংলানিউজকে বলেন, গাঁজাসহ এক নারী মাদকবিক্রেতাকে আটক করে থানায়  নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রোববার (২২ মে) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২১, ২০২২
এসএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad