ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ২২, ২০২২
কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২২ মে) দুপুর ১২টার দিকে ঘরের পাশের একটি পুকুরে শিশুটি ভেসে ওঠে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সে উপজেলার চরলরেন্স গ্রামের কোম্পানির রাস্তার মাথা এলাকার নিঃসন্তান কৃষক আলমগীর হোসেন ও কুলছুম দম্পতির দত্তক মেয়ে। গত এক বছর আগে পাবনা জেলা থেকে শিশুটিকে দত্তক আনেন এ দম্পতি।  

আলমগীরের আত্মীয় স্থানীয় সাংবাদিক শাহরিয়ার কামাল শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আলমগীরের কোনো সন্তান ছিল না। আমার মাধ্যমে এক বছর আগে পাবনা থেকে ৬ মাস বয়সী শিশুকে দত্তক এনে লালন পালন করে। রোববার সকালে বাড়ির উঠানে শিশুটি হামাগুড়ি দিচ্ছিলো। পরিবারের অন্য সদস্যদের অগোচরে শিশুটি ঘরের কোনের পুকুরে পড়ে যায়। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, দত্তক নেওয়া শিশুটিকে হারিয়ে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।