ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুসিক ভোট: অভিযানে গ্রেফতার ১২ জন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ২২, ২০২২
কুসিক ভোট: অভিযানে গ্রেফতার ১২ জন 

ঢাকা: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে চালানো অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২১ মে) দিনগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত কুমিল্লা শহরের শাসনগাছা রেললাইনের দুই পাশে ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে রেইড পরিচালনা করা হয়। এ সময় পরোয়ানাভুক্ত সাত জন এবং  নিয়মিত মামলায় ৫ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।

কুসিক নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব, বিজির অভিযান পরিচালনা হচ্ছে। এতে ইতোমধ্যে ১৮ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে’র মধ্যে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ মে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ২২, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।