ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৩ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলা তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

আহতরা হলেন- নিহত শহিদুলের ভাই শহিদার রহমান ও অটোচালক আনিছার রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি অটোরিকশা যোগে তামাক বিক্রি করতে কাকিনার আকিজ ট্যোব্যাকো কোম্পানির ক্রয়কেন্দ্রে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এসময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারী গামি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় রিকশাটি। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোরিকশার চালকসহ অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাজিদা সুচিত্রা বলেন, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।