ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা-আইসিসি চেয়ারম্যান সাক্ষাৎ

ক্রিকেটের আরও উন্নয়নে সহায়তার আশ্বাস আইসিসির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৩, ২০২২
ক্রিকেটের আরও উন্নয়নে সহায়তার আশ্বাস আইসিসির শেখ হাসিনা-আইসিসি চেয়ারম্যান-সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

 

বার্কলে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি সব ধরনের সহায়তা দেবে। ’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আইসিসি সর্বাত্মক সহযোগিতা করলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। ’

প্রধানমন্ত্রী আইসিসি চেয়ারম্যানকে জানান, তার পুরো পরিবারই ক্রীড়াপ্রেমী। তার দাদা, বাবা এবং ভাইয়েরা খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

গত সাত বছরে অসামান্য পারফরম্যান্সের জন্য বাংলাদেশের পুরুষ ও নারী উভয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন আইসিসি চেয়ারম্যান।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করেছে, যাতে তিনি সরাসরি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন প্রত্যক্ষ করতে পারেন।

পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে বাংলাদেশের প্রথমবারের মতো আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আইসিসিও নারী ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে তিনটি ক্ষেত্রে সহায়তা করবো- কোচিং, আম্পায়ারিং এবং উইকেট বা পিচ উন্নয়নে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে রোববার ঢাকায় পৌঁছেছেন আইসিসি চেয়ারম্যান ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক পরিচালক বার্কলে।  

২০২০ সালের ২৪ নভেম্বর তিনি আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। ঢাকায় আসার পর পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।