ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে যুবক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে পড়ে ইয়াসিন আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন আলী পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা শহরের নবজীবন ইনস্টিটিউটের পাশে একটি জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিলেন। এসময় হঠাৎ ওই প্রাচীর ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। এতে ইয়াসিনসহ তার বন্ধুরা আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।