ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীর উপশহরে সড়কের কার্পেটিং কাজ তদারকি মেয়র লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
রাজশাহীর উপশহরে সড়কের কার্পেটিং কাজ তদারকি মেয়র লিটনের

রাজশাহী: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং সড়ক, সিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ১৪ নম্বর  ওয়ার্ডে উপশহরে চলমান সড়কের কার্পেটিং কাজ তদারকি করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপশহরে শাকিলা ভিলা থেকে কাস্টমস অফিসার্স মেস পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ তদারকি করেন তিনি। এ সময় কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন মেয়র।

সড়ক নির্মাণ কাজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির প্রমুখ।

রাসিকের উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহাম্মেদ জানান, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে দুই কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৪৪৫ মিটার কার্পেটিং সড়ক, দুই কোটি সাত লাখ টাকা ব্যয়ে চার হাজার ৫১৯ মিটার কংক্রিট সিমেন্টের সড়ক ও চার কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পাঁচ হাজার ৪০৯ মিটার ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।