ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

নাটোর: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বারেক সরদার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা বনপাড়া-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক পাবনার বাহিরচর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি ট্রাকের যাত্রী ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের ছয়জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বারেক সরদার মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ মে উপজেলার বনপাড়া এলাকায় এ মহাসড়কেই দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হন এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।