ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াইকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম ওই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির আঙিনায় খালি পায়ে একা বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন আনারুল। এ সময় তারের লিকেজে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মে ২৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।