ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে ৩টি হাসপাতালকে জরিমানা, ২টির কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ২৭, ২০২২
শ্রীপুরে ৩টি হাসপাতালকে জরিমানা, ২টির কার্যক্রম বন্ধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় তিনটি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসপাতাল তিনটির মধ্যে দুইটির নিবন্ধন ছিল না এবং একটির নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ ছিল।  

শুক্রবার (২৭ মে) শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তরিকুল ইসলাম এ‌ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে নিবন্ধন সনদ না থাকায় পপুলার মেডিক্যাল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে একই এলাকায় কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি আরও বলেন, যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা না মেনে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৭, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।