ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ২৭, ২০২২
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে মো. সুমন (২৪) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।  

শুক্রবার (২৭ মে) দুপুরের দিকে উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুমন একই এলাকার আ. লতিফ খানের ছেলে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সঞ্জয় কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিজলাঠিমারা এলাকা থেকে ১০২ পিস ইয়াবসহ সুমনকে আটক করে কোস্টগার্ড। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। সুমনের নামে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এ বিষয়ে কোস্টগার্ডকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ না হওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।