ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চারটি চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মে) ভোরে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী রমনী রঞ্জন সরকার।

তিনি জানান, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ি ও ত্রিমুখী খাল থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেছে। দুপুরে আদালতের নির্বাহী হাকিমের উপস্থিতিতে উদ্ধার করা অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও সাখাওয়াত।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।