ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে তিন প্রাইভেটকারে মিলল ১৩৫ স্বর্ণের বার, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১, ২০২২
যশোরে তিন প্রাইভেটকারে মিলল ১৩৫ স্বর্ণের বার, আটক ৬

যশোর: যশোরে বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫টি স্বর্ণের বার (প্রায় ১৬ কেজি) জব্দ করা হয়েছে। এতে অভিযুক্ত ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।



বুধবার (১ জুন) বিকেলে এসব স্বর্ণ জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চেকপোস্ট বসিয়ে তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসব প্রাইভেটকার থেকে উদ্ধার হয় ১৩৫টি স্বর্ণের বার।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি, যার মূল্য আনুমানিক ১৩ কোটি টাকা। এ ঘটনায় তিনটি প্রাইভেটকারে থাকা ছয় জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ ও আটক ছয় জনের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২০ মে যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম বড় কাবিলপুর থেকে সাড়ে ১৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করে যশোর বিজিবি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।