ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২, ২০২২
তজুমদ্দিনে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ

ভোলা: অবৈধভাবে মজুদ এবং লাইসেন্স না থাকার অভিযোগে ভোলার তজুমদ্দিনে একটি গোডাউন থেকে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুন) দিনগত রাত ১২টার দিকে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম এ অভিযান পরিচালনা করেন।

লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মজুদের অভিযোগে ওই উপজেলা সদরের মেঘনা রোডের হাওলাদার ট্রেডার্স নামে গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। চাল ব্যবসায়ী নুরুন্নবী হালাদার এ গোডাউনের মালিক বলে জানা গেছে। জব্দ চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের লেভেল লাগানো ছিল।

জব্দকৃত চাল তজুমদ্দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউএনও মরিয়ম বেগম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে ওই গোডাউনে অবৈধ মজুদ ৭৬০ বস্তা চাল সরকারি চাল জব্দ করা হয়। গোডাউন মালিকের লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি অবৈবধভাবে এসব চাল মজুদ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।