ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুলাতলী নদীতে বাল্কহেড ডুবি, নিখোঁজ সুকানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ২, ২০২২
তুলাতলী নদীতে বাল্কহেড ডুবি, নিখোঁজ সুকানি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে সুকানি মিলন মোল্লা (২৩) নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে বাল্কহেডটি ডুবে গেছে বলে ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানার এসআই মো. মনির জানিয়েছেন।

 

মিলন বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।

এসআই মনির জানান, নদীতে জোয়ার থাকায় রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামের ঘোষ বাড়ির তীর সংলগ্ন অংশে নোঙর করে বালুবাহী বাল্কহেড আবু সালেহ-২। বাল্কহেডে চার জন শ্রমিক ছিল। পরে শ্রমিকরা বাল্কহেডে ঘুমিয়ে পড়ে। ভোরে নদীতে ভাটি হওয়ায় তীরের মাটিতে আটকে বাল্কহেডটি এক পাশে কাত হয়ে ডুবে যায়। বাল্কহেডের তিন শ্রমিক সাতরে তীরে উঠলেও সুকানি মিলন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি করছে।

শ্রমিক নাসিরুল জানান, প্রথমে টের পেয়েছে সুকানি মিলন। পরে সে সবাইকে ডাকে। এ সময় বাল্কহেড অর্ধেক ডুবে গেছে। নদীতে ঝাপ দেওয়ার আগে মিলন কি যেন আনতে ইঞ্জিন রুমে যান। নিষেধ করার পরও ইঞ্জিন রুমে যাওয়ার পর বাল্কহেড ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ০২, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।