ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২, ২০২২
ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে ট্রাকের ধাক্কায় সেতু (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কলেজ শিক্ষার্থী বগুড়ার ধুনট উপজেলার কলেজপাড়ার স্বপন সাহার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেলে করে চারজন বন্ধু জয়পুরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ করতে যাচ্ছিলেন। পথে বটতলী বাজারে এলে পঞ্চগর থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সেতু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাক জব্দসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহত সেতুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।