ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ইয়াবাসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
জয়পুরহাটে ইয়াবাসহ আটক ১  ইয়াবাসহ আটক ফারুক হোসেন

জয়পুরহাট: জয়পুরহাট জেলা শহরের পাঁচুর মোড় এলাকা থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৫ জুন) সকালে তাকে আটক করা হয়।

আটক ফারুক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা শহরের পাঁচুর মোড় এলাকা থেকে ফারুককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  
আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।