ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল চালকল, গুণতে হলো জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ৬, ২০২২
লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল
চালকল, গুণতে হলো জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন ধরে চালকল (রাইস মিল) চালানো হলেও ছিল না কোনো লাইসেন্স। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিককে গুণতে হলো ৫০ হাজার টাকা জরিমানা।

 

রোববার (৫ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভাই ভাই সেমি রাইস মিলে এ অভিযান চালানো হয়। এসময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) উল্লাপাড়া কার্যালয়ের অফিস প্রধান শফিউল আজম  ও মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

ইউএনও মো. উজ্জ্বল হোসেন জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই আলিমুদ্দিন রাইস মিল চালিয়ে আসছেন বলে অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মিলের মালিক আলিমুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুন ৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।