ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে চালের আড়তদারসহ ৯ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ৬, ২০২২
বরিশালে চালের আড়তদারসহ ৯ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে লাইসেন্স না করে চাল মজুদের দায়ে ৬টি আড়তসহ ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজের মো. ইজাজুল হক।

বাংলানিউজকে তিনি জানান, দোকানের আড়ালে গুদামে চাল মজুদের অভিযোগে ৬টি আড়ৎ ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্য উপজেলার বোয়ালিয়া বাজারের প্যাদা স্টোর, ফকির স্টোর, নির্মল স্টোর ও বশির স্টোরকে ২০ হাজার টাকা করে, আফজাল স্টোর, খোকন স্টোর, ভাই ভাই স্টোর, বিসমিল্লাহ্ স্টোরকে ৫ হাজার টাকা করে এবং জয় মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হকসহ পুলিশের একটি দল সহায়তা করে।

বাংলাদেশ সময়:১৯৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।