ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ৬, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা

শরীয়তপুর: আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শরীয়তপুর জেলায় গৃহীতব্য কর্মসূচি নিয়ে সোমবার (৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।  

বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন অপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার।  

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর জেলা স্টেডিয়ামে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২৫ জুন বিকেলে স্টেডিয়ামে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৬ জুন ও ২৭ জুন স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে দেশ বরেণ্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে সব শ্রেণীপেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।