ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৪ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ৮, ২০২২
মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৪ যুবক আটক

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।  

বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার জিউধরা গ্রামের পাজাখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জেলার মোংলা উপজেলার দিগরাজ গ্রামের আয়নাল খানের ছেলে মিজানুর রহমান খান (২৮), কাইনমারী গ্রামের শ্রী মণ্ডলের ছেলে সমর মণ্ডল (৩৫), সোনাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে লাবলু শেখ (২৯) ও কানমারী গ্রামের মালেক হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৭)।  

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে পাজাখোলা এলাকা থেকে ওই চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।