ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নর-নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ৯, ২০২২
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নর-নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান স্থানীয় খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭)। এসময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।