ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

১২ বছরের নিচে হজ যাত্রীদের করোনা টিকার প্রয়োজন নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ৯, ২০২২
১২ বছরের নিচে হজ যাত্রীদের করোনা টিকার প্রয়োজন নেই

ঢাকা: ১২ বছরের নিচে হজ যাত্রীদের জন্য করোনা টিকার প্রয়োজন নেই বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজ যাত্রীদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব গমনে করোনা টিকার প্রয়োজন হবে না মর্মে অবহিত হওয়া গেছে।

ভিসা প্রাপ্তি সাপেক্ষে ১২ বছরের কম বয়সী যাত্রীরা হজে গমন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।