ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

রাজশাহী: রাজশাহী মহানগরীর তিনটি ওয়ার্ডের নতুন ভোটারদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।

শুক্রবার (১০ জুন) সকালে মহানগরীর হোসেনীগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

এ সময় রাজশাহীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল জানান, এবার জেলায় প্রায় এক লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের বয়স কমপক্ষে ১৬ বছর, সেসব তরুণরাও এবার ভোটার হতে পারবেন, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। এছাড়া ইতোমধ্যে যারা মারা গেছেন, তাদের নাম হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।