ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

টেলিযোগাযোগ খাতে ন্যূনতম আয় কর পুনর্বিবেচনার প্রত্যাশা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১০, ২০২২
টেলিযোগাযোগ খাতে ন্যূনতম আয় কর পুনর্বিবেচনার প্রত্যাশা

ঢাকা: টেলিযোগাযোগ খাতে ন্যূনতম আয় করের দিকটি সরকার পুনর্বিবেচনা করবে প্রত্যাশা করছেন মোবাইল অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম।

শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।

এতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ খাতের ওপর আরোপিত ২ শতাংশ ন্যূনতম আয় কর প্রত্যাহার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, এ খাতে একটি যৌক্তিক কর কাঠামো ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হতো। উচ্চ করভারে জর্জরিত টেলিযোগাযোগ খাতের অন্যান্য বিষয়গুলোও প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়ে গেছে।

আমরা আশা করি, বাজেট পাশ হওয়ার আগে ডিজিটাল অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের অবদান বিবেচনায় নিয়ে এ খাতের কর কাঠামো, বিশেষ করে ন্যূনতম আয় করের দিকটি সরকার পুনর্বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ জুন, ২০২২
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।