ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারখন্দে নছিমন খাদে পড়ে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১১, ২০২২
কামারখন্দে নছিমন খাদে পড়ে নিহত ১, আহত ৩ দুর্ঘটনাকবলিত নছিমন ( ইনসেটে নিহত আলহাজ্ব উদ্দিন )

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন খাদে পড়ে আলহাজ্ব উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নছিমনের তিনজন যাত্রী।

শুক্রবার (১০ জুন) রাতে উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলহাজ্ব উদ্দিন উল্লাপাড়ার বেতবাড়ী গ্রামের আবু তালেব খোকার ছেলে।  তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে

আহতরা হলেন- উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের নছিমনচালক মোকছেদ আলী (৩২), বেতবাড়ী গ্রামের কামরুল ইসলাম কোমল (৫০) ও আলম হোসেন (৩৫)।  

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় মোকছেদ আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, শাহবাজপুর থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনটি যাত্রী নিয়ে বেতবাড়ির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে নছিমনচাপা পড়ে যাত্রীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব উদ্দিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ রাতেই স্বজনরা নিয়ে গেছেন।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহতাবস্থায় একজন নিহত হয়েছেন বলে জেনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় জানায়নি। কোনো অভিযোগও পাইনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।