ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে ৭ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৭ রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৩ জুন) ভোরে উখিয়ার কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটকরা হলেন—নূরুল আমিন (২৭), মো. আয়াস (২৩), মোহাম্মদ আলম (৩৮), আবুল কালাম (৩৫), নূর আলম (৪৪), জাহিদ আলম (২৮), সৈয়দ আলম (২৪)।

পুলিশ সুপার নাইমুল হক জানান, কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে এপিবিএনের একটি টিম ভোরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের ৩২ নম্বর শেডের এক নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ আটক করা হয় সাতজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি দা, একটি রড দিয়ে তৈরি লোহার শাবল ও একটি ছুরি।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।