ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে রূপসী চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের বড় দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসী ওই এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে। সে খেদারমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বিকেলে বড় দুরছড়ি এলাকায় বৃষ্টির সময় নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল রূপসী। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে একই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব হিরাচর এলাকায় বজ্রপাতে রাঙামাটি সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র অর্ক চাকমার (২২) মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।