ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮ দফা দাবিতে রাজশাহীতে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
৮ দফা দাবিতে রাজশাহীতে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী: রাজশাহীতে আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন- বিএফইউজের সভাপতি ওমর ফারুক। সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা রানী।

এছাড়া দেশের সকল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ থেকে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন দ্রুত পাস, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, নিয়মিত বেতন ভাতা ও বকেয়া পরিশোধ, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।