ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় বেলচার আঘাতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ২০, ২০২২
খুলনায় বেলচার আঘাতে কিশোরের মৃত্যু

খুলনা: খুলনায় কথা কাটাকাটি জের ধরে বেলচার আঘাতে সায়েদ খান নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিরব ওই এলাকার মো. নিরু খানের ছেলে ও নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে নিরবসহ কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ আরেক কিশোর সাদিদ তালুকদারের (১৪) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে ধাক্কা ধাক্কি হয়। পরে রাগের মাথায় সাদিদ পড়ে থাকা একটি বেলচা দিয়ে নিরবকে মাথায় এবং বুকে আঘাত করে। এতে নিরব মাটিতে লুটিয়ে পড়লে নির্মাণ শ্রমিকরা তার মাথায় পানি দেন। খবর পেয়ে নিরবের বাবা নিরু আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।