ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বন্যা দুর্গত গ্রামে ডাকাতের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
বন্যা দুর্গত গ্রামে ডাকাতের হানা

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কাকাইলছেও ইউনিয়নের বন্যা দুর্গত গ্রাম মাহমুদপুরে একদল ডাকাত হানা দিয়েছে। তবে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

রোববার (১৯ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসী লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে।

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিবুর রহমান জানান, রোববার রাত ১টার দিকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ২৫/৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মাহমুদপুরে আসে। নৌকাগুলো অনেক দূরে থাকতেই গ্রামবাসীর সন্দেহ হয়। পরে নৌকা পাড়ে লাগিয়ে ডাকাতদল গ্রামে উঠতে চাইলে আগে থেকেই লাঠিসোটা নিয়ে তৈরি হয়ে থাকা লোকজন তাদেরকে ধাওয়া করেন। এ সময় ডাকাতদল নৌকা উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যায়।

গ্রামটির বাসিন্দা পাপিয়া আক্তার বলেন, গ্রামটি প্লাবিত হওয়ার পর লোকজন বিপর্যস্ত। ডাকাতদল হানা দেওয়ার পর মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা জরুরি।

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিসবাহ্ উদ্দিন ভূঁইয়া খোয়াইকে বলেন, গ্রামের বাসিন্দাদের কাছ থেকে ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা,  জুন ২১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।