ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

৫ মাসে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ২১, ২০২২
৫ মাসে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ দ্বিতীয় বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, প্রতিমন্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে নমুনা জমা দেওয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এসময় তিনি ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২১ জুন, ২০২২
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।