ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড়ি ঢলে ভেসে আসল অজ্ঞাত নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
পাহাড়ি ঢলে ভেসে আসল অজ্ঞাত নারীর মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের ঘাগড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্থানীয় লোকজন প্রথমে ওই এলাকার ইটের সলিং রাস্তার পাশে রজব আলীর জমিতে বন্যার পাহাড়ি ঢলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি তারা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি পাহাড়ি ঢলে ভেসে এসেছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।