ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে খুঁজছেন বাবা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে খুঁজছেন বাবা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের বড় রাজপাড়া গ্রামের সামান্য বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আজাদকে খুঁজে পাচ্ছেন না বাবা মাঈন উদ্দিন।

নিখোঁজ হওয়া ছেলেকে ফিরে পেতে অশ্রুঝরা চোখে গ্রামে গ্রামে ঘুরছেন তিনি।

আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গাতে খুজেঁও মেলেনি তার ছেলে।

একজন দরিদ্র কৃষক হওয়ায় অর্থের অভাবে কোথাও হারানো বিজ্ঞপ্তিও দিতে পারছেন না মাঈন উদ্দিন। তাই নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে সহযোগীতা চান তিনি।

আজাদের বয়স ৩৩ বছর ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তার গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। নিখোজেঁর সময় সময় তার পরনে ছিল শার্ট ও প্যান্ট।

মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, আজাদ গত ২০ মে আনুমানিক ৮টার দিকে বড় রাজপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। এর পরে অনেক খোঁজ করেও না পেয়ে ১৯ জুন নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন (জিডি নম্বর- ৯১৫)।

কেউ আাজাদের সন্ধান পেলে যোগাযোগের ঠিকানা- গ্রাম বড় রাজপাড়া, পোস্ট অফিস থানা- নবাবগঞ্জ, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা। মোবাইল নম্বর- ০১৯০৬-১৪৬৮২০।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।