ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভালুকায় ঝোপে মিলল কিশোরীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ভালুকায় ঝোপে মিলল কিশোরীর মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি ঝোপ থেকে অজ্ঞাত (১৫) এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝোপের মধ্যে ওই কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মেয়েটিকে কেউ মেরে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।