ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোরকা পরে বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ২৪, ২০২২
বোরকা পরে বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে হত্যা 

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বোরকা পরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে মা ও মেয়েসহ তিন জনকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুরের পুটল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত তিন হলেন- শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ গাজী।

আর আহতরা হলেন শেফালীর স্বামী মনু মিয়া, ছেলে শাহাদাৎ হোসেন ও বাচ্চুনী বেগম নামে আরেক নারী।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

এসপি হাসান নাহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে বোরকা পরা এক জন ব্যক্তি মনু মিয়ার বাড়িতে ঢুকে  অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তি মনুর বাড়িতে থাকা সব সদস্যদের কোপাতে থাকেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।

তিনি জানান, ঘটনাস্থলেই মনুর স্ত্রী মনিরার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে মারা যান মনিরার মা শেফালী ও মাহমুদ নামে আরেক ব্যক্তি। এছাড়া আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার কারণ ও হামলাকারীকে শনাক্ত করতে ডিবি পুুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান এসপি হাসান নাহিদ।  

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।