ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

এ্যাপ্রোচ সড়কে বাসের দীর্ঘ সারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এ্যাপ্রোচ সড়কে বাসের দীর্ঘ সারি

মাদারীপুর: ভোরের আলো ফোটার আগেই সমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে।  

শনিবার(২৫ জুন) সকালে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কে দেখা গেছে শত শত বাসের দীর্ঘ সারি।

চুয়াডাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাস ভরে সাধারণ মানুষ এসেছেন পদ্মাসেতুর উদ্বোধনী জনসভায়।

সরেজমিনে দেখা গেছে, অসংখ্য বাসের দীর্ঘ সারি রয়েছে মহাসড়ক জুড়ে। বাস থেকে নেমে হেঁটে জনসভাস্থলের দিকে যাচ্ছে সাধারণ মানুষ।  

চুয়াডাঙ্গা থেকে আসা মো.তানভীর বলেন, আমাদের দুই শতাধিক বাস এসেছে। মহাসড়কে বাসে আটকে আছে। আমরা হেঁটে সমাবেশ স্থলের দিকে যাচ্ছি।

শিবচরের পাঁচ্চর থেকে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কের দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে দূরপাল্লার অসংখ্য বাসের দীর্ঘসারি। বাস থেকে নেমে লোকজন হেঁটে জনসভার দিকে যাচ্ছেন।  

পাঁচ্চর এলাকার সুমন শীল বলেন, দুই কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যাচ্ছি। পদ্মাসেতু উদ্বোধন হচ্ছে এই আনন্দের কাছে পথের ক্লান্তি ম্লান।

শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাবেশ স্থল ভোর থেকেই মানুষের পাদচারণায় মুখোর হয়ে উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে উঠবে সমাবেশ এলাকায়। সড়কে আসা মানুষের উপস্থিতিতে এমনটাই মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।