ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বুকে পিঠে লিখে প্রধানমন্ত্রীকে কিশোরের অভিবাদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
বুকে পিঠে লিখে প্রধানমন্ত্রীকে কিশোরের অভিবাদন

শরীয়তপুর: ভোর রাত থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুরের বাংলাবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে যোগ দিতে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে।  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বুকে পিঠে লিখে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে স্কুলছাত্র শাহরিয়ার।

 

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কে কথা হয় তার সঙ্গে। সে বলে, আমাদের দক্ষিণের ২১ জেলার মানুষের স্বপ্ন পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাতে এসেছি। আমি অনেক খুশি, এখন আমরা খুব সহজে ঢাকা যাওয়া আসা করতে পারবো। কোনো ভোগান্তির শিকার হতে হবে না।  

এদিকে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাবেশ স্থল ভোর থেকেই মানুষের পদচারণায় মুখোর হয়ে উঠেছে। এমনকি পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কও কানায় কানায় ভরে গেছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।