ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু আমাদের গর্ব ও মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতু আমাদের গর্ব ও মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এ সেতু আমাদের অহংকার, এ পদ্মা সেতু আমাদের গর্ব ও আমাদের মর্যাদার প্রতীক।

তিনি বলেন, পদ্মার বুকের লাল-নীল-সবুজ আলোতে জ্বলে ওঠেছে পদ্মা সেতু।  

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  

মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দিয়ে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।