ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘পদ্মা সেতুতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
‘পদ্মা সেতুতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হবে’ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

ঢাকা: পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। শনিবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প অগ্রগতি বাড়াতে সংযোগ এবং অন্তর্ভুক্তিতে ইতিবাচক অবদান রাখবে।

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।