ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় প্রতারণার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
আশুলিয়ায় প্রতারণার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাভার  (ঢাকা): সাভারের আশুলিয়ার প্রতারণার অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইব্রাহিমকে (৪৮)  গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক আসামি রিফাত হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (২৫ জুন) সকালে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার (২৪ জুন ) সন্ধ্যার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম উত্তর খান মৈনারটেকের হোসেন আলীর ছেলে। এ ঘটনায় তার ছেলে প্রতারক রিফাত পলাতক রয়েছে।

এ বিষয়ে সাধারণ ডায়েরির বাদী ও প্রতারণার শিকার আওলাদ হোসেন বলেন, আমাদের কোম্পানি আরজেএইসএস’র আমি চেয়ারম্যান ছিলাম। ইব্রাহিম ছিলেন এমডি ও তার ছেলে রিফাত ছিলেন হিসাব রক্ষক। সেই সুবাদে আমাদের বাইপাইলের পাইকারি মার্কেটের দোকান জামানতের টাকা ও দোকান ভাড়া নিয়ে লুকোচুরি করে। বিষয়টি নিয়ে আমরা চাপ দিলে বাবা-ছেলে মার্কেটের সব কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে খোঁজ করে না পেয়ে আমি আইনের আশ্রয় নেই। থানায় একটি জিডি করি তাদের নামে। সেই জিডি কোর্টের মাধ্যমে গিয়ে ওয়ারেন্ট জারি হয়। শুনেছি সেই ওয়ারেন্টের ঘটনায় ইব্রাহিম গ্রেফতার হয়েছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া বলেন, শুক্রবার বিকেলে ইব্রাহিম নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ২৫ জুন, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।