ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাওরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
হাওরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের পিছনের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ইটনা উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের পিছনের হাওরের পানিতে ভেসে ছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পচে যাওয়ায় মরদেহের চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। ফলে মরদেহটি চেনা যাচ্ছেনা।  

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।