ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কালীপদ দাস (৮৭)।

তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শিংগাটা এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ জুন) তার মৃত্যু হয় বলে জানিয়েছে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস।  

এদিকে গত ২৪ ঘণ্টায় আটটি নমুনা পরীক্ষা করে নতুন করে দুই জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৫ ভাগ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মৃত কালিপদ দাস করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি হন। পরবর্তীতে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।  

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বাংলানিউজকে বলেন, মৃত ব্যক্তি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তিনি করোনার প্রতিরোধে টিকার সব ডোজ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জেলায় করোনায় সংক্রমণের হার আবারো বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যার ফলে সংক্রমণের হার বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।