ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু: স্কুল শিক্ষার্থীদের নিয়ে পুলিশের আনন্দ র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতু: স্কুল শিক্ষার্থীদের নিয়ে পুলিশের আনন্দ র‌্যালি

নবাবগঞ্জ (ঢাকা): বহুল প্রতীক্ষা আর অনেক সাধনার পর মাওয়া প্রান্তে স্বপ্নের-সাঁকো পদ্মা সেতু উদ্বোধন হলো শনিবার (২৫ জুন)।   এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ থানা পুলিশ প্রশাসন স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা করেছেন।

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’- এ স্লোগানে মুখরিত হয়ে ওঠে নবাবগঞ্জ সদরের ঢাকা বন্দুরার প্রধান সড়ক।  

শনিবার দুপুর আড়াইটার দিকে অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবাবগঞ্জ পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের হয়। যাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।  

এতে অংশ নেন- নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার রায়, মো. আবুল হাসান, ভজন চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় কির্তনীয়া, তানভীর শেখ, আলমগীর হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু কায়ছার তালুকদার, আশিষ চন্দ্র দে, মো. শহিদুর রহমান, পপি রাণী সাহাসহ স্কুলের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।